‘I’m a demon’, says BJP MP Mithun on discharge from hospital – Continuous campaign from March 1
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সোমবার হাসপাতাল থেকে ছুটি পেলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। গত শনিবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আপতত সুস্থ আছে তিনি। নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বের হন। ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে সৌজন্য বিনিয়ম করেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জানালেন, অতিরিক্ত খাওয়ার জেরেই অসুস্থ হয়েছেন তিনি, খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। তিনি আরও জানান কোনও সমস্যা নেই তাঁর, সমস্যা খাওয়াতে। আমি প্রচুর খাই। ডায়বিটিস রোগীদের উদ্দেশ্যে বলেন, যাঁদের ডায়াবিটিস রয়েছে, ভাববেন না মিষ্টি না খেলে কিছু হবে না। খাওয়া নিয়ন্ত্রণ করুন। আমার সমস্যা, বেশি খেয়েছি। আমি রাক্ষস। বকা খেলাম। লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,সুস্থ হতেই তিনি প্রচারের ময়দানে নামবেন। ১ তারিখ থেকে প্রচারে নামবেন। প্রচারে রাজ্যের বাইরে অন্য রাজ্যে ডাকলে, তা-ও যাবেন তিনি। বিজেপির উত্থানের সময় এসেছে। সন্দেশখালি নিয়ে প্রশ্ন করলেন তিনি বলেন, সময় এসেছে, মানুষের জেগে ওঠা উচিত। দেব তাঁকে হাসপাতালে দেখতে এসেছিলেন।‘প্রজাপতি’ ছবির সহঅভিনেতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দেব এসেছিল আমার সঙ্গে দেখা করতে। খুব ভাল ছেলে দেব। তবে রাজনৈতিকভাবে মন্তব্য করব না।’’ মিঠুন হাসপাতালে থাকাকলীন ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর কুশল সংবাদ নিয়েছিলেন বলে জানান। শনিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন মিঠুন। অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলছিল। তখনই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম।