A youth tries to enter the office of the Ministry of Home Affairs, posing as a government official
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সরকারি আধিকারিক পরিচয় দিয়ে সরকারি অফিসে ঢোকার চেষ্টা করেছিল এক যুবকয। তবে কোন সরকারি অফিসে? কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসে ঢোকার চেষ্টা। সেখানে ঢোকার চেষ্টা করলেও সেই ইচ্ছা পূরণ হয়নি। হাতেনাতে পাকড়াও হয়েছে সেই যুবক। তবে কেন সে এইরকম ঔদ্ধত্য করল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা, বয়স ২১ বছর। ওই যুবকের কাছে দিল্লির কর্তব্য পথের উত্তর ব্লকে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসে ঢোকার জন্য একটি এন্ট্রি পাসও ছিল। এই এন্ট্রি পাস শুধু স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের কাছেই থাকে। তবে ওই যুবকের কাছে এলো কি করে পাস,সেটাই ভাবাচ্ছে পুলিশ এবং নিরাপত্তাকর্মীদের। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন নিরাপত্তা সংস্থা। অভিযুক্ত ওই যুবকের কোনও নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখচ্ছে দিল্লি পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট এবং বিশেষ সেলের আধিকারিকরা।