BJP has insulted women, mocked the state’s women protection minister
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে স্টিং অপারেশনের ভিডিও সামনে আসতেই অনেকটা স্বস্তি পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে তৃণমূল দাবি করে আসছে, সন্দেশখালিতে মহিলাদের অপমান করা হয়েছে। মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালও পড়েছেন চাপে। এরই মধ্যে বিজেপিকে একহাত নিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এক সাংবাদিক সম্মেলনের রাজ্যের মন্ত্রী বলেছেন, ‘ এখন সন্দেশখালীর মা বোনরা বুঝতে পারছে কিভাবে তাঁদের অপমান করা হয়েছে। মিথ্যা ঘটনা সাজিয়ে অসত্য তথা বলা হয়েছে। ধর্ষণ নিয়েও বিজেপি নোংরা রাজনীতি করছে। তাঁরা বারবার দাবি করেছেন যে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। বিজেপির সঙ্গে যে এসবের যোগ রয়েছে সেটা তাঁরা বুঝতে পারেননি। এরপর সব সামনে আসতেই এখন মহিলারা থানায় গিয়ে বলছে, ধর্ষণের অভিযোগ মিথ্যা। এরপরই মহিলাদের ওপর কথ্য ভাষায় কথা বলছেন শুভেন্দু অধিকারী। বাংলার মহিলাদের এমন অপমান মেনে নেওয়া যায় না’।