Militants attack air force convoy in Kashmir once again.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আবারও অশান্ত কাশ্মীর। ফের একবার কাশ্মীরে সেনার কনভয়ে হামলা জঙ্গিদের। এর আগে ২০১৯ সালে সেনা কনভয়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছিল জঙ্গিরা। এবার বায়ু সেনার কনভয়তেও কিছুটা একই কায়দায় হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার সন্ধ্যায় বায়ুসেনার কনভয়ে যাওয়ার সমস এলোপাছারি গুলি ছোড়া হয়। সেই কনভয়ের গাড়ির কাঁচে প্রচুর গুলির দাগ দেখা গেছে। ৫জন সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই সেই এলাকা ঘিরে ফেলেছেন রাষ্ট্রিয় রাইফেলসের জওয়ানরা। জঙ্গিদের উদ্দেশ্য চলছে তল্লাশি অভিযান। আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে উধামপুর কম্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশ্মীরের কৃষ্ণঘাটি এলাকায় এই অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। ৪জন কিছুটা স্থিতিশীল হলেও এয়ারম্যানের অবস্থা সংকটজনক, বলে জানা গেছে। এই বছরে এখনও পর্যন্ত এটাই সব থেকে বড় জঙ্গি হামলা কাশ্মীরে।