Before the match, Mohun Bagan midfielder Anirudh Thapa says, ‘We will play to win.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: সোমবার কলকাতায় আইএসএলের লিগ ডিসেইডার। যেই দল জিতবে লিগ শিল্ড তার। তবে ম্যাচ ড্র হলেও আইএসএলের শিল্ড চলে যাবে মুম্বাইতে। এখনো পর্যন্ত লিগের ফার্স্ট বয় মুম্বাই সিটি এফসি। সেকেন্ড বয় মোহনবাগান। থার্ড বয় গোয়া। মোহনবাগান পয়েন্ট নষ্ট করলে, আর গোয়া জিতলে তারা সেকেন্ড বয় হয়ে যাবে। তবে মোহনবাগান জিতলেই তারা শিল্ড চ্যাম্পিয়ন। ম্যাচের আগে মোহনবাগানের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা বলছেন, ‘ আমরা জয়ের জন্যই খেলব। দলের সবাই এই ম্যাচের গুরুত্ব জানে। আর কলকাতায় খেলা হচ্ছে। সব সমর্থকরা আসবে। এটাই তো সেরা সুযোগ শিল্ড জিতে সমর্থকদের সঙ্গে তার আনন্দ ভাগ করে নেওয়ার ‘। মোহনবাগানের হয়ে গত ম্যাচে গোল ছিল থাপার। আরেক সবুজ মেরুন শিবিরের ফুটবলার আনোয়ার আলি বলছেন ,’ মুম্বাই শক্তিশালী দল বলেই ওরা এক নম্বরে হয়েছে। আমরা মরিয়া হয়ে চেষ্টা করব ম্যাচ জেতার জন্য আর দলকে চ্যাম্পিয়ন করার ‘। ডিফেন্সে আনোয়ার গোল না খেলে অবশ্য কাজটা সুবিধা হয়ে যাবে বাগানের সামনে, তা বলাই যায়।