Former Australian cricketer Michael Klinger is the new coach of Gujarat Giants women’s cricket team
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : গুজরাট জায়ান্টসের মহিলা ক্রিকেট দলের নতুন কোচ হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ক্লিঙ্গার। বিগ ব্যাশ লিগে তিনি এক সময়ের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ২০১৯ সালে অবসর নেন এই ব্যাটার। 44 বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটারের হাতেই দলের কোচিংয়ের দায়িত্ব তুলে দিল গুজরাট শিবির। পুরুষদের আইপিএলে গুজরাট অবশ্য বেশ ভালো দল। কিন্তু মহিলা দল নজর কাড়তে পারেনি গতবার। ২০২৩ মহিলা আইপিএলে স্নেহ রানার দল নিরাশই করেছিল সকলকে। সেখানে পুরুষ দল গুজরাট টাইটান্স, ২০২২ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৩ সালেও রানার্স আপ হয়।