Ruby to New Garia metro rail service closed on March 28 and 29 this week, passengers will face problems
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সদ্য চালু হয়েছে রুবি থেকে নিউ গড়িয়া মেট্রেরেল পরিষেবা। শুরুতেই বিপত্তি দেখা গেল। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ ২৮ শে ও ২৯ এ মার্চ বন্ধ রুবি থেকে নিউ গড়িয়া মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকার খবর না জানায় অনেক যাত্রীকে রুবি মেট্রো স্টেশন থেকে ফিরতে হল। শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারও বন্ধ থাকবে এই রুটের মেট্রো পরিষেবা। নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে মোট পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি।কলকাতা মেট্রো কর্তৃপক্ষের জানিয়েছে, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ পরিদর্শন করবেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। তাই ওই রুটের সম্পূর্ণ পরিষেবা দুদিন বন্ধ। আগামী সোমবার থেকে ফের স্বাভাবিক হয়ে যাবে ওই রুটের পরিষেবা বলে বক্তব্য কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের।