Messi’s injury, the Argentinian star out of the field for two matches
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: চোট পেয়ে মাঠের বাইরে লিওনেল মেসি। আর্জেন্তানির জার্সিতে পরের দুটো ম্যাচে খেলতে পারবেন না লিও। আগামি 22 ও 26 মার্চ রয়েছে আর্জেন্তিনার দুটি প্রীতি ম্যাচ। মার্কিন মুলুকে মেসির থাকার কারণেই সেখানে ম্যাচ আয়োজন করতে চেয়েছিল আয়োজকরা। সেই মতো কোস্টা রিকা এবং এল সালভাদোরের বিপক্ষে ম্যাচ আয়োজন করেছিল। কিন্তু মেসির চোটই সব আনন্দে জল ঢেলে দিল। কারণ আর্জেন্তিনা যতই বিশ্বচ্যাম্পিয়ন হোক না কেন, আসল শো স্টপার তো একজনই, তিনি লিওনেল মেসি। হ্যামস্ট্রিংয়ে হাল্কা চোট রয়েছে মেসির। দুসপ্তাহের মধ্যেই মাঠে ফিরবেন আর্জেন্তাইন তারকা।