Message from NCBC after the court verdict
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আদালতের নির্দেশে প্রায় পাঁচ লক্ষ্য ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। রাজ্যে ২০১০ সালের পর থেকে দেওয়া সার্টিফিকেট বাতিলের পরই সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, একে অপরের দিকে আঙুল তুলেছে শাসক বিরোধী দুই পক্ষ। কিন্তু আসল যারা যোগ্য ওবিসি, তাঁদের কি হবে, এই প্রশ্নই তুলছিল আম জনতা। যদিও এই নিয়ে সামান্য স্বস্তির খবর দিল ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ ওবিসির নির্ণায়ক সংস্থা বলা চলে। তাঁরা জানিয়ে দিলেন, যারা যোগ্য অর্থাৎ সত্যিকারের ওবিসির মধ্যে পড়েন, তাঁদেরকে প্রাপ্য থেকে বঞ্চিত করতে চান না তাঁরা। এক্ষেত্রে তাঁদের শনাক্তকরণের জন্য রাজ্যের থেকে রিপোর্ট চাওয়া হলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। তবে কমিশনের এই বার্তায় কিছুটা হয়ত স্বস্তি মিলল, কিন্তু যতক্ষণ না চূড়ান্তভাবে যোগ্যদের ছাড় দেওয়া হচ্ছে, ততক্ষণ তাঁরা চিন্তা থেকেই যাচ্ছেন।