Kolkata Municipality Mayor Firhad Hakim is ill. He was admitted to the hospital
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
গত জানুয়ারি মাসে কোমরের অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। চিকিৎসকের নজরদারি তে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।
সোমবার রাতে অসুস্থতা বোধ করায় পরিবারের সদস্যরা তড়িঘড়ি থাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরিবার সূত্রের খবর কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরে হাকিমের ডিহাইড্রেশনের কারণেই এই অসুস্থতা। তবে আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছে। আগামীকাল বুধবার মেয়রকে ছেড়ে দিতে পারে হাসপাতাল থেকে।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন ফিরহাদ হাকিম। বিন্দুমাত্র দেরি না করে পরিবারের সদস্যরা মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। রাতেই তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তড়িঘড়ি চিকিৎস শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, ডিহাইড্রেশনের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন মন্ত্রী। তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল।