A call for a day-long mass stand at College Square on March 1 on the demand of the deserved DA
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : প্রাপ্য ডিএ-র দাবীতে কলেজ স্কোয়ারে গণ অবস্থানের ডাক দিল পিএসকেইউ (PSKU) । মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। আরও ৪শতাংশ হারে বাড়ানো হল ডিএ। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য সরকার বাজেট পেশ করে মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণা করে। কেন্দ্রীয় সরকার কর্মীদের সঙ্গে সমান হারে ডিএ-র দাবিতে শহরে আন্দোলন চলছে। সেই আবহেই বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। তবে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়েছে , তারা এই ঘোষণায় অখুশি।
রাজ্য বাজেটে আগামী মে মাস থেকে মাত্র ৪ % ডিএ ঘোষনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভাশীষ দাস বলেন, “ বকেয়াসহ ৩৬ শতাংশের পরিবর্তে আগামী মে মাস থেকে মাত্র ৪% ডিএ ঘোষণা করে তৃণমূল কংগ্রেস সরকার নির্বাচনী বৈতরণী পার হওয়ার পথ সুগম করার অপচেষ্টা করলেন। উল্লেখ্য উড়িষ্যা, আরুনাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, আসাম, বিহার, জম্মু ও কাশ্মীর, ঝাড়খন্ড, গোয়া, রাজস্থানের মতো রাজ্য সরকার তাদের সমস্ত জনকল্যান ও সামাজিক কল্যাণ মূলক কাজ করেই কেন্দ্রীয় হারে অর্থাৎ ৪৬% হারে ডি এ দিচ্ছে। রাজ্য সরকারের ডিএ ন্যায্য অধিকার অস্বীকার করার জবাব কর্মচারীদের দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়েই দিতে হবে। এই লক্ষ্যে আগামী ১ মার্চ কলেজ স্কোয়ারে AICPI সংগঠনের পক্ষ থেকে গণ অবস্থানের ডাক দেওয়া হয়। সাংবাদিক সম্মেলন করে এদিন শুভাশীষ বাবু বলেন, প্রাপ্য ডিএ-র দাবীতে, এআইসিপিআই (AICPI ) অনুযায়ী পিএসকেইউ (PSKU) নামক সংগঠন সহ ১৭ টি সংগঠনের ডাকে সারাদিন ব্যাপী গণ অবস্থানে সামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে। সাধারণ মানুষকে এই অবস্থানে সামিল হওয়ার আবেদন জানানো হচ্ছে।