Purulia’s Ayodhya Hill is hosting the marathon
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : আর কলকাতায় নয়। এবার এক্কেবারে পর্যটন স্থল অযোধ্যা পাহাড়ের বসছে ম্যারাথনের আসর। ২৫ ফেব্রুয়ারি পুরুলিয়ায় মেগা ম্যারাথনের আয়োজন করল কুশল এডুকেশনাল ফাউন্ডেশন। পুরুলিয়া সংলগ্ন এলাকায় প্রত্যন্ত গ্রামের মানুষকে স্বাস্থ্য সচেতন করতে এবং খেলার প্রতি ঝোঁক বাড়াতে এই ম্যারাথনের আয়োজন করা হল। প্রায় ১০০০ প্রতিযোগী এবারের ম্যারাথনে অংশগ্রহন করতে চলেছেন। মূলত আদিবাসী সমাজকে এগিয়ে আনার উদ্দেশ্য থাকলেও, এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন সর্বস্তরের মানুষ। সচরাচর কলকাতায় এধরনের দীর্ঘ দৌড় দেখা যায়। এবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় হবে এই ম্যারাথন। শুক্রবার আয়োজকদের তরফে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন প্রাক্তন ফুটবলার জোসে র্যামিরেস ব্যারেটো, অভিনেতা দেবরাজ মুখোপাধ্যায়, সিএবির মেডিক্যাল ইউনিটের চেয়ারম্যান প্রদীপ কুমার দে, প্রমুখ। আগামী দিনে শুধু ম্যারাথনে সিমাবদ্ধ না থেকে, পুরুলিয়ায় ফুটবল প্রতিযোগিতা অয়োজনেরও ইচ্ছা রয়েছে আয়োজকদের। ব্যারেটো আসবেন আর মোহনবাগান নিয়ে কথা থাকবে না, তা হয় নাকি। কলকাতায় এসে সবুজ তোতা বলে গেলেন, ইস্টবেঙ্গল ম্যাচে পয়েন্ট পাওয়াটাই বাগানের টার্নিং পয়েন্ট।