Maradona was murdered, claims the son
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ২০২০ সালে নভেম্বর মাসে ফুটবলবিশ্বকে কাঁদিয়ে চলে গেছিলেন আর্জেন্তাইন তারকা দিয়েগো আর্মান্দো মারাদোনা। বরাবরই বোহেমিয়ান স্টাইলের মারাদোনা ফুটবল বিশ্বের অত্যন্ত প্রিয় পাত্র। সে জীবনে যতই বিতর্ক থাকুক না কেন। ফুটবল যে এক শিল্প এবং তিনি যে এক শিল্পি তা সবুজ গালিচায় প্রমাণ করে দিয়েছিলেন তিনি। জিতিয়েছিলেন বিশ্বকাপ। তাও একার কাধেই। কিন্তু এহেন দিয়েগোর প্রয়াণের পর থেকে তার দেখভাল করা চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। তার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছিল গাফিলতির জন্য মৃত্যু হয়েছে দিয়েগো আর্মান্দো মারাদোনার। সম্প্রতি আর্জেন্তাইন কিংবদন্তীর ছেলে জুনিয়র আবারও দাবি করেছেন তার বাবাকে খুন করাই হয়েছে। এবং তিনি জানেন কারা দোষি। তবে আর্জেন্তিনার আইন ব্যবস্থার ওপরই ভরসা রেখে আইনি লড়াই চালিয়ে যেতে চান তিনি। বিচারাধিন বিষয় প্রকাশ্যে দোষীদের নাম না বললেও, তার আঙুল চিকিত্সাকর্মীদের দিকেই। যতদিন তিনি বাচবেন বাবার মৃত্যুর জন্য দোষীদের বিরুদ্ধে লড়াই চালাবেন বলছেন মারাদোনা পুত্র।