Mao leader Kishore alias Sabyasachi in Lalbazar custody
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যৌথ বাহিনীর গুলিতে মৃত্যু হয় মাওবাদী নেতা কিষেনজির। মাওবাদী পলিটব্যুরো সদস্য কোটেশ্বর রাও ওরফে কিষেনজির মৃত্যুর পর সংগঠনের কেন্দ্রীয় কমিটির যে তৃতীয় রিভিউ বৈঠক হয়েছিল, সে কথাও জেরায় উল্লেখ করেছেন মাও নেতা কিশোর। মাওবাদী নেতা কিশোর ওরফে সব্যসাচী গোস্বামীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ ১১ জানুয়ারি রাতে ঝাড়খণ্ড-পুরুলিয়া সীমান্তের বাঘমুণ্ডির জঙ্গল থেকে মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা কিশোরকে গ্রেফতার করে পুরুলিয়া পুলিশ ৷ এবার তাঁকে নিজেদের হেফাজতে নিল লালবাজার ৷ পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ব্যাংকশাল আদালতে পেশ করা হয় মাওবাদী নেতা কিশোরকে ৷ এখানে আদালতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে জানানো হয়, এই মাওবাদী নেতার সঙ্গে বহু স্লিপার সেল যুক্ত রয়েছে ৷ অতীতেও কলকাতার বিভিন্ন জায়গা থেকে একাধিক স্লিপার সেলের এজেন্টরা ধরা পড়েছে ৷
এদিন আদালত থেকে বলা হয়, প্রয়োজনে কলকাতা পুলিশ সব্যসাচী গোস্বামীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ বর্তমানে মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর কলকাতা পুলিশের হেফাজতে রয়েছে ৷ এই বিষয়ে সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু আদালতে আবেদনে জানান, অভিযুক্তর বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের অভিযোগ রয়েছে ৷ বহুদিন ধরে সব্যসাচী গোস্বামীর সন্ধান করা হচ্ছিল ৷ অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক ৷ সূত্রের খবর অনুযায়ী, এনআইএ এই সব্যসাচীর মাথার দাম রেখেছিল দশ লক্ষ টাকা