Mansukhlal Mandvya got the responsibility of Sports Ministry.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব পেলেন মনসুখলাল মান্ডব্য। এর আগে ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন অনুরাগ ঠাকুর। তার আগে ছিলেন কিরেণ রিজিজু। তবে এবার তাঁদের কাউকেই এই দায়িত্ব দেওয়া হল না, ক্রীড়ামনন্ত্রকের দায়িত্বে আনা হল ৫১ বছর বয়সি গুজরাটের বিজেপি সাংসদকে। মনসুখলাল মান্ডব্য এর আগে অন্য দফতরের দায়িত্ব সামলেছিলেন, এবারের নির্বাচনে প্রায় চার লাখ ছুঁই ছুঁই ভোটে জিতেছিলেন, এরপরই তাঁকে আনা হল ক্রীড়ামন্ত্রকের দায়িত্বে। এর আগের টার্মে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন তিনি, সুনামের সঙ্গে পালন করেছিলেন সেই দায়িত্ব। তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হল রক্ষা নীখিল খাদসেকে। ২০০২ সালে কনিষ্ঠতম প্রার্থী হিসেবে গুজরাটের বিধানসভায় জিতে এসেছিলেন মনসুখলাল মান্ডব্য। নিজের পুরনো সতীর্থকেই এবার ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব দিলেন নরেন্দ্র মোদী।