Former Bengal captain Manoj lashes out at BCCI within 24 hours of retiring from cricket.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ক্রিকেট থেকে অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই বিসিসিআইয়ের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। তার স্পষ্ট বার্তা, বিসিসিআই চলছে রাজনীতিবিদদের অঙ্গুলিহিলনে। এখানে ক্রিকেটের থেকে এখন অনেক বেশি ক্ষমতাবান রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা। আমি নিজে ক্রিকেটার, আগেও এই কথা বলতে পারতাম। আমি নিজেও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, তবে আমি ক্রীড়াবিদ। আইপিএলে খেলার ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করা উচিত বোর্ডের, মত মনোজের। রাজ্যের ক্রীড়াপ্রতিমন্ত্রী বলছেন, আইপিএল খেলার ক্ষেত্রে ক্রিকেটারদের মাপকাঠি থাকা উচিত। নুন্যতম কয়েকটি রণজি ম্যাচ খেলা বাধ্যতামুলক করে দেওয়া উচিত বোর্ডের, নাহলে রণজি ট্রফির গুরুত্ব হারাবে, ট্যুট করে বললেন মনোজ তিওয়ারি। এছাড়াও, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির উদ্দ্যেশেও প্রশ্ন করেছিলেন মনোজ। জানতে চেয়েছিলেন শতরানের পরেও কোনো পরের ম্যাচেই বসিয়ে দেওয়া হয়েছিল তাঁকে ?