BJP can’t recognize Manmohan Singh’s achievements, sarcasm Kharge
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সংসদীয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এরপরই দীর্ঘদিনের সতীর্থের বিদায় বেলায় সুর চড়ালেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খড়গে। দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মনমোহন সিং। দেশের অর্থনৈতিক উন্নয়নে বহু পদক্ষেপ নিয়েছেন যা দৃষ্টান্ত সৃষ্টিকারী। অথচ বর্তমান বিজেপি নেতারা সেই সত্য ধামাচাপা দিতেই ব্যস্ত। কেউ স্বীকার করে না মনমোহন সিং দেশের জন্য ঠিক কি করেছেন, এভাবেই প্রাক্তন প্রধানমন্ত্রী সংসদীয় জীবনের বিদায় বেলায় কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মল্লিকার্যুন খড়গে। উল্লেখ্য আর কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন। সেখানে শারীরিক অসুস্থতার জন্য প্রচারের কাজে দেখা যাবে না মনমোহন সিংকে। তবে এযাবৎকালে তার বহু কীর্তি ভারতকে পথ দেখিয়েছে। এই দাবি করেই লোকসভা ভোটে নিজেদের ভোটব্যাঙ্ক অখুন্ন রাখতে চাইছে কংগ্রেস তা মল্লিকার্জুন খড়গের কথা থেকেই স্পষ্ট।