A Delhi court has granted the interim bail plea of AAP leader Manish Sisodia
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয় আপ নেতা মণীশ সিসৌদিয়া। এই মামলায় আবেদন জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। সোমবার দিল্লির আদালত আপ নেতাকে তিন দিনের অন্তর্বর্তী জামিন দিল। জানা যাচ্ছে, ভাইঝির বিয়েতে যোগ দেওয়ার কারণে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন তিনি।
সোমবার বিচারক এমকে নগরপালের এজলাসে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর আবেদনের শুনানি ছিল। অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারক। শুনানি শেষে বিচারক মণীশকে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেন। উল্লেখ্য, অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে সপ্তাহে এক দিন জেলের বাইরে আসেন আপ নেতা।
গত বছর ফেব্রুয়ারি মাসে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন প্রাক্তণ উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। পরে ইডির জালেও তিনি পড়েন। এরপর তাঁর জামিন নিয়ে চলে দীর্ঘ আইনি লড়াই। গত ৩০ অক্টোবর তাঁর জামিনের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।