Arvind Kejriwal released the manifesto a few days after his release from jail.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জেল থেকে ছাড়া পাওয়ার কয়েক দিন কাটতে না কাটতেই ইস্তেহার প্রকাশ করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় জেলে থাকায় এতদিন তার পার্টির তরফে সেরকম বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছিল না। আরেক আপ মুখ্যমন্ত্রীও এতদিন চুপই ছিলেন। কিন্তু কেজরিওয়াল বেরোতেই ফের ফুল ফর্মে ভগবন্ত সিং মান। এবার কেজরির সঙ্গেই দলের ইস্তেহার প্রকাশ করলেন তিনি। সেখানে দিল্লিকে পূর্ণ রাজ্যের সম্মান পাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতির কথা বলা হয়েছে আপের ইস্তেহারে। বেসরকারি স্কুলকেও ছাপিয়ে যাবে সরকারি স্কুল, দাবি করা হয়েছে ইস্তেহারে। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ-এর ইউনিটে ছাড়ের কথা বলেছে আম আদমি পার্টি। এছাড়াও রাজ্য তথা গোটা দেশের স্বাস্থ্য পরিষেবা উন্নতি করবে তাঁরা, ইস্তেহারে দাবি করেছে কেজরিওয়ালের দল।