Mamata organized the parliamentary committee in Kalighat meeting, importance was given to Kakali-Sagarika
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমূলের সমস্ত প্রার্থীকে নিয়ে কালীঘাটে শনিবার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীরা। ছিলেন দলের শীর্ষ নেতা, জেলা সভাপতিরা। এদিনের বৈঠক থেকে ঘোষণা করা হয়, সংসদীয় কমিটির চেয়ারপার্সন – মমতা বন্দ্যোপাধ্যায়
লোকসভার দলনেতা – সুদীপ বন্দ্যোপাধ্যায়
উপ দলনেতা – কাকলি ঘোষ দস্তিদার
চিফ হুইপ – কল্যাণ বন্দ্যোপাধ্যায়
রাজ্যসভার দলনেতা – ডেরেক ও ব্রায়েন
উপ দলনেতা – সাগরিকা ঘোষ
চিফ হুইপ – নাদিমুল হক
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি বলেন, ‘সাংসদদের বলেছি আমরা বসে থাকার জন্য যাচ্ছি না। কেউ ভাববেন না ইন্ডিয়া আজ সরকার গঠন করেনি বলে কাল করবে না। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। মোদীকে কেউ চান না। এনআরসি, সিএএ বাতিল করার দাবিতে যে আরও সোচ্চার হতে চলেছে তৃণমূল, এদিন তা স্পষ্ট বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল যাবে না, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “মানুষকে ধন্যবাদ জানাব, ওদের ভোট না দেওয়ায় জন্য। চন্দ্রবাবুরা আমাদের বন্ধু ভুলে যাবেন না। আমরা ওনাদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখি”।তিনি বলেন , আমরা ২১ জুলাই জনগণকে ধন্যবাদ জানাব।