Chief Minister Mamata Banerjee has fueled speculation that there is infighting within the Left Front.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বামফ্রেন্টের মধ্যেই রয়েছে অন্তর্কলহ,এমনই জল্পনা উস্কে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুমারগঞ্জের সভায় নিজের দলের প্রার্থীর হয়ে প্রচারে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি দাবি করেছেন, সিপিআইএমের কর্মিরা গিয়ে বাড়ি বাড়ি বোঝাচ্ছে যাতে ভোটটা বিজেপিতে দেয়। কারণ তাঁরা নাকি চায় না ফরওয়ার্ড ব্লকের ভোট বাড়ুক, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের শরীকি কোন্দল আজকের নতুন নয়। ইন্ডিয়া জোটেও এই মূহূর্তে শরীকি ঝামেলা লেগেই আছে টুকটাক। এরই মধ্যে এরাজ্যেই বামেদের মধ্যেভাঙল ধরেছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ সংখ্যালঘু ভোট কাটার পাশাপাশি বামের ভোট রামে দেওয়ার চেষ্টাই নাকি করছে সিপিআইএম। শোনা যাচ্ছে পাল্টা বিজেপিও সিপিআইএমকে আশ্বস্ত করেছে, তাঁরা জিতলে উত্তরবঙ্গের জেলাগুলোয় সিপিআইএমের বন্ধ হয়ে যাওয়া পার্টি অফিস খুলে দেওয়ার ব্যবস্থা করবেন তাঁঁরা।