Trinamool supremo slams BJP after teacher corruption case verdict, says it won’t get even 10 seats
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রথম দফা শেষ হয়েছে। এরই মধ্যে দ্বিতীয় দফা ভোটের আগে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি ২৪ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মির চাকরি কার্যত যেতে বসেছে। এই নিয়ে যে সোমবার থেকেই ভোটের ময়দানে বিজেপি উঠে পড়ে নামলে তা বলাই বাহুল্য। এরই মধ্যে উত্তর দিনাজপুরের সভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি বিজেপি আক্রমন করে তৃণমুল নেত্রী বলেন সরকার এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে। বিজেপির বিচারপতির দ্বারা এই নির্দেশ শুরু। বিজেপি গতবাররে থেকে লোকসভা নির্বাচনে আরও ভালো ফলের আসায় রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিলেন, বিজেপির ৩০টা আসন জেতার স্বপ্ন পূরণ হবে না। ১০টা কেন্দ্রে আদৌ বিজেপি জিতবে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।