Mamata blamed the commission for the tension in Ramnavami
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: একদিন আগেই উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদের শক্তিপুরে। রামনবমীর মিছিলে আক্রমণের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার সেই নিয়েই মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টাই পরিকল্পিত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপির বিধায়ক দল বল নিয়ে গিয়ে পড়ে আক্রমণ চালিয়েছে। রাজ্যে শান্তির রক্ষার বদলে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করে সেখানে সাম্প্রদায়িকতার রং লাগানোর চেষ্টা করছে ‘ অসুর ‘ বিজেপি, দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বিজেপি নয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমির আগে রাজ্যে পুলিশের ডিআইজিকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন। আক্রান্ত হলে পুলিশের ওসি ও বিভিন্ন মানুষ। অথচ কমিশনে গিয়ে সেই বিধায়ক দাবি করছে, তিনি নাকি আক্রান্ত। তাকে কেন গ্রেফতার করা হবে না পাল্টা প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে নির্বাচনের আগেই যে সম্মুখ সমরে বিজেপি – কমিশনের সঙ্গে সংঘাত লেগে গেল তৃণমূলের, তা বলাই বাহুল্য।