CM pre-announced rally program was canceled due to Remal. But she held two meetings in support of candidate Saini Ghosh
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রেমালের কারণে মুখ্যমন্ত্রীর পূর্বঘোষিত মিছিলের কর্মসূচি বাতিল হয়ে যায়। কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষের সমর্থনে জোড়া সভা করেন তিনি।প্রথম সভাটি হয় সোনাপুরে, দ্বিতীয় সভাটি হয় যাদবপুরের বারো ভূতে মাঠে।সোনারপুরের সভা হয় মাত্র মিনিট ২০।
সেই সভাতেই মমতা বলেন, ‘‘এই দুর্যোগে ঝুঁকি নিয়ে আর কোনও মানুষ মিটিং করতে পারবে? পারবে না। এ একমাত্র বাংলা করতে পারে।’’ তবে এমন কটাক্ষের সঙ্গে রেমাল নিয়ে সর্তকবার্তাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর কণ্ঠে।মমতা বলেন, ‘‘দেখুন বাইরে প্রচণ্ড ঝড়বৃষ্টি। সন্ধ্যা ৬’টার পর আরও বাড়বে। ভয় পাবেন না, কিন্তু সাবধানে থাকবেন। বিদ্যুতের পুলগুলি নিয়ে আমি অরূপকে বলে দিয়েছি। ভাল করে দেখভাল করতে। কোথাও বিদ্যুৎ সংযোগ চলে গেলে অযথা চিন্তা করার কারণ নেই। পর্যাপ্ত জেনারেটরের ব্যবস্থা করে রাখা হয়েছে।’’