Mamta said, Bjp is trying to mislead people with OBC certificate, minorities will never get scheduled jobs.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মথুরাপুরের প্রার্থীর হয়ে শুক্রবার সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। যদিও এলাকার প্রার্থী বাপি হালদারের প্রচারে গিয়ে কেন্দ্রের বিজেপি এবং তমলুকের বিজেপি প্রার্থীর দিকেই বেশি আঙুল তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসি কার্ড বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আবেদন করবেন বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী, সরাসরি বলেন এই রায় বিজেপির রায়। এরপর তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, তৃণমূল কংগ্রেস চাকরি দেয়। আর বিজেপির প্রার্থী চাকরি থেকে নিয়ে রাজনীতিতে যোগ দেয়। ভারতীয় জনতা পার্টি ওবিসি সার্টিফিকেট নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, সংখ্যালঘুরা কখনই তপশিলিদের চাকরি খাবে না। গ্যারান্টি গ্যারান্টি বলে, আসলে ৪২০ করছে বিজেপি, ১০০ দিনের টাকা আটকে রেখে দিয়েছে বলেও দাবি করেন তিনি।