Chief Minister Mamata Banerjee renamed Pathan ‘Giant Killer’
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ আসনের মধ্যে ২৯ টি আসনে জয় পেয়েছে তৃণমূল। শনিবার জয়ী সাংসদদের নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শুরুতে জয়ী সাংসদদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। সেইসঙ্গে প্রথমবার তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতির ময়দানে পা রাখা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের প্রশংসা করেন এবং পাঠানের নতুন নাম দেন। ‘জায়ান্ট কিলার’ তকমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বহরমপুর যা ‘অধীর গড়’ নামেই পরিচিত। অধীর রঞ্জন চৌধুরীকে হারানো ছিল তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। সেখানে তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল রাজনৈতিক মহলে। কিন্তু সব সমালোচকদের উচিৎ জবাব দিয়ে প্রায় ৫৫ হাজার ভোটে অধীরকে হারিয়েছেন পাঠান। তাই এদিন কালীঘাটের বৈঠকে তাঁকে দেখামাত্রই উচ্ছ্বসিত মমতা বলে ওঠেন ‘জায়ান্ট কিলার’