December 4, 2024 1:52 pm

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 4, 2024 1:52 pm

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Mamta banarjee কুৎসা ছড়িয়ে, কুকথা বলে আর যাই হোক উন্নয়ন হয় না.. বিরোধীদের উদ্দেশ্যে বাজেট শেষে মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

What exactly did Mamata say about the “Janmohini” budget? read on

রাজ্য

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:

বৃহস্পতিবার ২০২৩ এবং চব্বিশ অর্থ বর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেট পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন”আমরা মানুষের কাছে পৌঁছাতে বাজেট করেছি। লক্ষীর ভান্ডার থেকে শুরু করে.. ঘরের মা আমমারা.. যারা ৫০০ টাকা করে পেতেন। তারা আগামী ১লা এপ্রিল থেকে এক ১০০০ টাকা পাবেন। যাঁরা বৈষম্যের অভিযোগ তুলেছে এদিন তাদের উদ্দেশ্যে বলেন. তপশিলি মানুষদের জন্য ১২০০ টাকা করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য ব্যবস্থা করা হয়েছে.. তিন লক্ষ মৎস্যজীবী যারা স্বীকৃত। দুমাস তারা সমুদ্রে যেতে পারে না তাদের জন্য ৫০০০ টাকা করে দেওয়া হবে সমুদ্র সাথি নতুন প্রকল্পের আওতায়। ১০০ দিনের কাজের যারা টাকা পাইনি, তাদের জন্য ২১শে ফেব্রুয়ারি আমরা ব্যবস্থা করেছি। টাকা তাদের একাউন্টে চলে যাবে

গ্রুপ ডি গ্রুপ সি সরকারি কর্মচারীদের জন্য ভাতা বাড়ানো হয়েছে.. ভিলেজ পুলিশ-সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানো হয়েছে এক হাজার টাকা.. মিড ডে মিলের রান্না যারা করে তাদের জন্য ভাতা বৃদ্ধি

মুরিগঙ্গায় গঙ্গাসাগরের জন্য নতুন ব্রিজ ১২০০ কোটি টাকা খরচ হবে। ইতি মধ্যেই মধ্যে ২০০ কোটি টাকা ধার্য করা হয়ে গিয়েছে।
আমরা পাঁচ লক্ষ ছেলে মেয়েদের সরকারি বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া করবে রাজ্য সরকার।৬টা নতুন করিডর তৈরি করা হচ্ছে।চিন্তাশক্তি থাকতে হয়.. শুধু কুৎসা রটনা করে কথা কুকথা বলে আর যাই হোক উন্নয়ন হয় না.. বাংলা বিশ্ব সেরা হবে এটাই আমরা চাই

আমরা আগে ১২ ক্লাস থেকে স্মার্ট ফোন দিচ্ছিলাম.. ক্লাস ইলেভেন থেকে দেভো… ২৮ লক্ষ পরিযায়ি শ্রমিক তারা ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথী পাবে.. ১০০ দিনের কাজে যারা চলিতে ছিল তাদের টাকা বন্ধ করে দেয়া হয়েছে.. বাংলা আবাস যোজনা বন্ধ করে দেওয়া হয়েছে.. রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কয়েক মাইল রাস্তা তৈরি করছি পথশ্রীর মাধ্যমে.. ১৫৭ টা টিম পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার.. আমরা বাজেটে প্রভিশন রেখেছি.. এক মাসের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় ১১ লক্ষ্য বাড়ির টাকা আমরা পয়দা এপ্রিল থেকে ছাড়বো.. আজকে বাজেটটা চমকে যাবার মত..

জানুয়ারি মাসে ৪% দিয়ে দিয়েছি.. আবার মে মাসে চার শতাংশ মহার্ঘ ভাতা.. অনেক পরিকল্পনা আমাদের আছে.. ১০০ দিনের কাজ বন্ধ করে দিলে আমরা অন্তত ৪৩ দিনের কাজ জব কার্ড হলে তে দিয়েছি… করমশ্রী প্রকল্প চালু করছি.. আমি পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি নিচ্ছি.. আয়ুষ্মানের টাকা ৪০% শতাংশ টাকা আমাদের দিতে হয়.. আয়ুষ্মানের অনেক ক্যাটেগরি আছে..

জল জীবন মিশন ১০-১১ মাসেই জল বাড়ি বাড়ি পৌঁছে যাবে

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top