Chief Minister Mamata Banerjee gave a message to the Congress to stand by the Malda public meeting.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মালদহ-র জনসভা থেকে কংগ্রেসকে পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট বার্তা এই রাজ্যে যেন কংগ্রেস তাদের ভোট না কাটতে আসে। তাহলেই অন্যান্য রাজ্যে ইন্ডিয়া জোট হিসেবে কংগ্রেসকে সমর্থন দেবে তৃণমূল। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দিকে সরাসরি আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি বলছে ৪০০ পার করবে।কিন্তু তারা আসলে পগার পার করবে। বাংলাতেও বিধানসভা নির্বাচনের আগে বলেছিল ২০০ পার করবে, ১০০ও পার করতে পারেনি। দেশে কি একটাই নেতা থাকবে যিনি গোটা দেশকে জেলখানা বানিয়ে দেবেন? বিজেপিকে ভোট দিলে আগামী দিনে আর লক্ষ্মীর ভান্ডারও পাওয়া যাবে না, আর ভোট দেওয়ার সুযোগও পাওয়া যাবে না। কারণ ওরা ভোটই বন্ধ করে দেবে। কংগ্রেসকে বলব যেখানে যেখানে লড়াই করছেন , ভালো করেই লড়াই করুন। আমাদের সমর্থন থাকবে। শুধু আমাদের ভোট না কাটলেই হল’। এই কেন্দ্র থেকে অন্যান্য বার কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী জিতে আসেন। এবার তার পুত্র ইশা খান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মালদহ বরাবরই কংগ্রেসের শক্ত ঘাটি বলে এ রাজ্যে পরিচিত।