The chief minister has claimed that she will get double the seat that is shown in the survey
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শনিবার এক্সিট পোলের রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই আল্হাদে আটখানা বিজেপি। কেন্দ্রে তাঁদের ফেরার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়াও পশ্চিমবঙ্গে তাঁদের ভালো পারফরমেন্সের ইঙ্গিত দিয়েছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা। সেক্ষেত্রে তৃণমূলের বড় অস্বস্তি হতে পারে, যদি এই সমীক্ষা মিলে যায়। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, এই সমীক্ষা অসত্য। যে সংখ্যাক আসন দেখানো হচ্ছে টিভিতে, তাঁর থেকে অনেক বেশি আসন এবারের লোকসভা নির্বাচনের ফল বেরোলে পাবে তৃণমূল কংগ্রেস। তিনি দাবি করেন, কিছু সংবাদমাধ্যম টাকার বিনিময় এই কাজ করছে, এবং কাউকে কাউকে বিভিন্ন আসনে জিতিয়ে দিচ্ছে। আদতে এই সমীক্ষা একেবারেই সঠিক নয়, যে আসন সমীক্ষায় দেখানো হচ্ছে তাঁর দ্বিগুন আসন পাবেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। কর্মীদের ভোট গননার দিন পর্যন্ত শক্ত থাকার নির্দেশ দেন তৃণমূলনেত্রী।