While campaigning for the Lok Sabha in Assam, the Chief Minister of Bengal said, ‘This campaign is actually a trial’.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীর হয়ে ভোট প্রচার শিলচরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জনসভা থেকে মমতা বলেন, ‘তৃণমূল এবার অসমে চারটি আসনে লড়ছে। এটা তো সবে শুরু, ট্রায়াল দেখছেন আপনারা।
বাংলার মতো অসমেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। সেই বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। বুধবার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে তেমনটাই ইঙ্গিত দিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলেন, ফাইনাল খেলা এখনও বাকি আছে। আবার আসবো। তবে কবে আসবেন? তাও জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।
শিলচরে এবার তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন রাধেশ্যাম বিশ্বাস। তাঁর সমর্থনে ভোট চেয়ে মমতা বলেন, ‘আপনারা আমাকে জেতান। আমি কথা দিচ্ছি, বিধানসভায় সব আসনে তৃণমূল প্রার্থী দেবে।’লোকসভা নির্বাচনে অসমে শিলচর ছাড়াও আরও তিনটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। বরপেটায় প্রার্থী আবুল কালাম আজাদ, লখিমপুরে প্রার্থী ঘনকান্ত চুতিয়া এবং কোকড়াঝাড়ে গৌরীশঙ্কর শরণিয়াকে প্রার্থী করেছে জোড়াফুল। তাঁদের সমর্থনেও এদিন প্রচার করেন মমতা।