Mamata Banerjee taunted the Prime Minister about the sting operation.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালীকান্ডে এবার বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টিং অপারেশনের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই বারবার তৃণমূল নেতারা সুর চড়িয়েছেন বিজেপির বিরুদ্ধে। সেই স্টিং অপারেশনে বিজেপির দিকেই আঙুল উঠেছিল যে বিরোধী দলনেতার নির্দেশে নাকি গ্রামের মহিলারা ভুয়ো অভিযোগ জানিয়েছিল শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে, যদিও এই ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন আছে। কারণ এতদিন ধরে এত অভিযোগ আসার পর, নির্বাচনের আগে হঠাৎ এমন স্টিং অপারেশন, পুরো বিষয়টাই একটু তালগোল পাকিয়ে যাচ্ছে অনেকের। অবশ্য স্টিং অপারেশনে উঠে আসা তথ্য যদি সত্যি হয়, তাহলে যা অবশ্যই উদঘাটিত হবে। কারণ বিজেপি দাবি করেছে এই ভিডিও ভুয়ো। এরই মধ্যে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী।
কীর্তি আজাদের হয়ে সমর্থনে এক সভা থেকে তিনি বলেন, ‘ বাংলায় মহিলাদের সম্মান নিয়ে খেলবেন না। টাকা ছড়িয়ে দিলে সেটা ফেরত পেয়ে যাবেন, কিন্তু মা ও মহিলাদের সম্মান হারিয়ে ফেললে, তা আর ফেরত আসে না। প্রধানমন্ত্রী এসে এত কিছু বলল। বিজেপির সন্দেশখালী নিয়ে এত কিছু করল, আর এটাই দেখুন কিভাবে সাজিয়েছিল ঘটনাটা, যে কেউ বুঝতে পর্যন্ত পারেনি ‘।