9 deaths in the state due to Monday’s storm, Chief Minister condoles the families of the victims
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোমবার রাত থেকে মুক্তির বৃষ্টি শুরু হয়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা–সহ গোটা রাজ্যেই দেখা দেয়। কালবৈশাখীর এই তুমুল দাপটে প্রাণ গেল ৯ জন মানুষের। এই ঘটনার পর আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত মানুষজনের পরিবারের প্রতি সমবেদনা জানালেন। একই সঙ্গে দুঃখপ্রকাশ করলেন। আজ নিজের এক্স হ্যান্ডেলে এই গোটা বিষয়টি নিয়ে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে মৃত্যু হয় দু’জনের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিদ্যুতে খুঁটি উপড়ে মৃত্যু হয় একজনের। পুরুলিয়াতে বজ্রঘাতে প্রাণ গিয়েছে আরও দু’জনের। পূর্ব বর্ধমানে ৫ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে দু’জনের মৃত্যু হয়েছে। মোট ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে মুখ্যমন্ত্রী ৯ জন মানুষের মৃত্যুর খবর উল্লেখ করেছেন নিজের এক্স হ্যন্ডেলে।
মুখ্যমন্ত্রী শুধু সমবেদনা জানিয়ে ক্ষান্ত থাকেননি। নিহত পরিবারগুলিকে অকাল প্রয়াণের জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন এক্স হ্যান্ডেলে।