Chief Minister Mamata Banerjee responded to opposition leader Subvendu’s statement.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: একদিন আগেই বিজেপির নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, আগামী সপ্তাহেই বোমা ফাটাবেন তিনি। আর তাতেই কেঁপে যাবে তৃণমূল কংগ্রেস। অতীতে এমন নিদর্শন বহু দেখা গেছে। লোকসভা বা বিধানসভা ভোটের আগেই তৃণমূলের বিভিন্ন কীর্তি ফাঁস করে বিজেপি। অবশ্য বিধানসভা নির্বাচনের পর থেকে যেভাবে শিক্ষক দুর্নীতিকাণ্ড আর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকা পাওয়া গেছে, তাতে শুভেন্দু অধিকারীর থেকে এর থেকে বড় কিছু হয়ত আশা করছে না আম জনতা। এরই মধ্যে বিরোধী দলনেতার বক্তব্যের পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বোমা ফাটাবো বলছে। দুর, ওদের গুরুত্ব দিই না। বোমার উত্তর দেব কালিপটকা দিয়ে। কালো টাকা কোথায় গেল, গদ্দাররা জবাব দাও দেখি। তৃণমূলের খেয়ে দেয়, এখন অমনি বিজেপিতে গিয়ে বলছে বোমা ফাটালো। কার বিরুদ্ধে ফাটাবে বোমা। উপরে থুতু ফেললে নিজের গায়েই লাগে।