Chief Minister Mamata Banerjee strongly protested the arrest of Chief Minister Kejriwal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন,জনতার ভোটে নির্বাচিত বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে। তাঁরাই গ্রেফতার হচ্ছেন। কিন্তু যাদের বিরুদ্ধে ইডি, সিবিআইয়ের অভিযোগ রয়েছে তাঁরা বিজেপিতে গিয়ে দিব্যি নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় কেজরিওয়ালের গ্রেফতারির এইভাবে প্রতিবাদ করেন তিনি।
তিনি আরও জানান, কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে তাঁর কথাও হয়েছে। এছাড়াও কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে শুক্রবার নির্বাচন কমিশনের কাছে যাবে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন তৃণমূলের দুজন। তাঁরা হলেন রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং নাদিমুল হক।