Mamata Banerjee called Mithun a ‘traitor’
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রায়গঞ্জে তৃণমূলের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন মিঠুন চক্রবর্তীকে। তাঁকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি এইদিন জনসভা থেকে বলেন, রাজ্যসভার সাংসদ করেছিলাম। ও এত বড় গদ্দার আমি জানতাম না।প্রসঙ্গত বিজেপির তারকা প্রচারক হিসেবে প্রচার করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। কিছুদিন আগেই তিনি উত্তরবঙ্গে প্রচার সেরেছেন।
এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, নিজের ছেলেকে বাঁচাতে আরএসএস এর দপ্তরে যায়। ওঁর ছেলের বিয়ের পিঁড়িতে হানা দিয়েছিল। নিজের ছেলেকে বাঁচাতে চলে গেল আরএসএস অফিসে। বিজেপিতে যোগ দিলো। একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এখন তিনি বিজেপিতে।