Mamata Banerjee attacks the Center by condemning the attack on farmers to stop the march
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : দিল্লিমুখী কৃষকদের মিছিল আটকাতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। কৃষকদের সঙ্গে পুলিশের খন্ড যুদ্ধও বাধে। মঙ্গলবার সেই ঘটনার ‘তীব্র নিন্দা’ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ টুইট করে তিনি কেন্দ্রের বিরুদ্ধে লিখেছেন, দেশের কৃষকদেরকে কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করা হচ্ছে, এইভাবে করলে, দেশ এগোবে কি করে। কেন্দ্রের সমালোচনা করে মমতা প্রশ্ন তুলেছেন, এটাই কি ‘বিকশিত ভারত’-এর নমুনা? নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে মমতা লিখেছেন, কৃষকদের তাঁদের মৌলিক অধিকারের কথা বলতে চাওয়ার জন্য আক্রান্ত হতে হচ্ছে।কৃষকদের উপর এই আক্রমণের ঘটনার ‘তীব্র নিন্দা’ করছি।
ফসলের ন্যায্য সহায়ক মূল্যের আইনি নিরাপত্তা, কৃষিঋণ মকুব-সহ একাধিক দাবি নিয়ে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছেন পঞ্জাব, হরিয়ানার হাজার হাজার কৃষক। মঙ্গলবার সেই মিছিলকে হরিয়ানার সীমান্তে আটকে দেয় পুলিশ। কৃষকদের লক্ষ্য করে আকাশপথে ড্রোন থেকে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়। সেই ঘটনারই নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।