Controversial comments against Mamta! Trinamool’s complaint to the commission against Dilip
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কু-কথা বলে নিশানায় দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। তার জেরেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাল তৃণমূল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দিলীপের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক শিবিরের বক্তব্য, এই ধরনের মন্তব্যের কারণে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন দিলীপ ঘোষ। শাসক শিবিরের বক্তব্য, আদর্শ আচরণবিধি অনুযায়ী কোনও প্রার্থী কারও ব্যক্তিগত জীবন সম্পর্কে সমালোচনা বা আক্রমণ করতে পারেন না। পাশাপাশি এহেন কথায় মহিলাদের অসম্মান করা হয়। দিলীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে জেলাশাসকের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন।