Modi will not come to the post of Prime Minister, Mamata claims at the end of the polls
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের সপ্তম দফার আগেই বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে গেছিলেন বাংলায় ব্যাপক সাফল্য পেতে চলেছে বিজেপি। তাঁর কথা ইঙ্গিত ছিল, গতবারের তুলনায় এরাজ্যে আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ার। যদিও বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের আগে শেষ দফার প্রচারে এরই পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ও দঃ কলকাতার হয়ে ভোট প্রচারের শেষ লগ্নে তিনি বললেন, ‘ভোট গননা যদি সব জায়গায় ঠিক ঠাকভাবে হয়, তাহলে আর প্রধানমন্ত্রী পদে ফেরা হবে না নরেন্দ্র মোদীর, এক্ষেত্রে দায়িত্ব নিতে আমি এই কথাটা বলে যাচ্ছি। উনি ধ্যান করার নামে ক্যামেরা নিয়ে প্রচার করছেন। ৪৮ ঘন্টা ধরে পাবলিসিটি খাওয়ার কৌশল এসব’। এদিন প্রায় ১২ কিমি পথ হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে লোকসভায় বিজেপির পারফরমেন্স নিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়.