Chief Minister Mamata Banerjee blamed the Adhikari family of Midnipur for the Nandigram massacre.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রামে গণহত্যার দায় এবার মেদিনীপুরের অধিকারি পরিবারের ওপর চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারি বিজেপিতে যাওয়ার পর থেকেই নন্দীগ্রাম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। এবার সরাসরি নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের খুনের পিছনে সিপিআইএমের সঙ্গে অধিকারী পরিবারের যোগ ছিল বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিষয়টা হঠাৎ ২০২১ সালের পর তিনি জানতে পারলেন কিভাবে, সেই প্রশ্নই তুলেছে বিজেপি নেতৃত্ব। এদিন পূর্ব মেদিনীপুরে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন ইচ্ছাকৃতভাবে নন্দীগ্রামে পুলিশের গুলি চালনা এবং সিপিআইএমের দুষ্কৃতিরা যখন একের পর এক হত্যা করেছিল, তখন তাঁদের সঙ্গেই হাত মিলিয়ে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীরা ঘর থেকে বেরোননি। শহিদদের পাশে তৃণমূল আছে বলেই নন্দীগ্রামে শহীদের পরিবারের সদস্যরা ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে যায়।