Trinamool is going to file a counter defamation case for calling Trinamool a thief
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি প্রসঙ্গে স্টিং অপারেশন সামনে আসতেই বুকে বল পেয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এরই মধ্যে সেখানকার বিজেপি নেত্রী পিয়ালি দাসকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে বারবার প্রশ্নের মুখে পড়েছে সন্দেশখালিকাণ্ডে মহিলাদের নিরাপত্তার বিষয়টি। কদিন আগেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কমিনশনে গেছিল তৃণমূল। এবার আরও আক্রমনাত্মক ভঙ্গিতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। বারবার তাঁর দলের নেতাদের চোর বলে তকমা দিচ্ছেন বিজেপি নেতারা। অথচ প্রমাণ করতে পারছে না। এবার পাল্টা তাঁদের বিরুদ্ধেই মানহানির মামলা করার দাওয়াই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন, তাঁদের দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। রটিয়ে দেওয়া হচ্ছে চোরের তকমা, অথচ কোনও প্রমাণ নেই। এবার আর কোনওরকম ছাড় দেবেন না তিনি, সরাসরি মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।