Trinamool leader Shashi Panja explained how the injury is on the Chief Minister’s forehead.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ‘পুশ ফ্রম বিহাইন্ড’ শব্দের ভুল ব্যখ্যা করা হচ্ছে বললেন তৃণমূল নেত্রী তথা চিকিৎসক শশী পাঁজা জানান । “অনেক সময় শরীরে একটা অস্বস্তি তৈরি হয়। কিছু বুঝে ওঠার আগেই যে কেউ পড়ে যেতে পারেন।” তারই ব্যাখ্যা দিলেন তৃণমূল নেত্রী শশী পাঁজা।
কীভাবে আঘাত লাগল মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে। এই বিষয় নিয়েই তোলপাড় রাজ্য-রাজনীতি। বিষয়টিকে আরও ক্ষত বিক্ষত করেছে এসএসকেএম কর্তৃপক্ষরা। তারা এই ঘটনাটিকে ‘পিছন থেকে ধাক্কা’র অর্থাৎ ‘পুশ ফ্রম বিহাইন্ড’ র ব্যাখ্যা দিয়েছেন। এর ফলে ভুল ব্যখ্যা গিয়েছে সকলের মধ্যে এমনটাই মত শশী পাঁজার। তাই তিনি ভুল ব্যখ্যাকে সঠিক করতে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা চিকিৎসক শশী পাঁজা। তিনি জানালেন, ‘পুশ ফ্রম বিহাইন্ড’ শব্দের ভুল ব্যখ্যা করা হচ্ছে। “বিষয়টা সিনকোপ। অনেক সময় হঠাৎ করে মূর্ছা যাওয়ার ঘটনা ঘটে। তাতেই কেউ পড়ে যেতে পারেন। যার জেরে কপালে চোট। এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনও সম্পর্ক নেই।”
শশীর পাঁজার বক্তব্য অনুযায়ী,
এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এদিন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এমনটাই খবর।