Chief Minister Mamata Banerjee expressed her dissatisfaction with the court’s verdict.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পর থেকেই আদালতের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তৃণমূল কংগ্রেসের নেতারা। বারবার তাঁরা ঘুরিয়ে আঙুল তুলছেন বিজেপি ও তাঁদের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। বিষয়টা এমন দাঁড়িয়েছে যেন দুর্নীতি হলেও তা উদঘাটনের জন্য দায়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও প্রাক্তন বিচারপতির রাজনৈতিক অভিসন্ধি কি ছিল সেই সময় বা আদৌ ছিল কিনা, তা নিয়েই প্রশ্ন তুলেছে রাজনৈতিক বিশ্লেষকরা। এরই মধ্যে ফের আদালতের রায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পূর্ব বর্ধমানের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির মহাতীর্থ আছে। সেখানে গেলেই সব চাকরি বাতিল হয়ে যাচ্ছে। গোটা বাংলায় কি আর কোনও শিক্ষক চাকরি পাবে না নাকি। কোন দফতর কিভাবে চাকরি দেবে সেটা তো সরকার বুঝবে। কোনও স্ক্রুটিনি না করতে বলে ২৬ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্ত আমার খারাপ লাগছে। অথচ মাফিয়া, খুনিরা জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে।