Ex-Trinamool councilor’s three-piece body falls on the railway line, growing mystery.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার মালদহের গাজোলের রেললাইনের ধার থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহাংশ। জানা গিয়েছে, তিনি বালুরঘাট শহরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তাঁর মৃত্যুর কারণ ঘিরে রহস্য দানা বাঁধছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন কাউন্সিলরের নাম দেবজিৎ রঞ্জন রুদ্র। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত কাউন্সিলর ছিলেন। পরিবারের তরফে জানানো হয়েছে, রোজকার মতো সোমবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরেননি দেবজিৎ রঞ্জন। তার পরই পুলিশে খবর দেয় পরিবার। আজ মঙ্গলবার দুপুরে মালদহের গাজোল রেল স্টেশনের ধার থেকে উদ্ধার হয় দেহ। গতকাল সকালের কালো ট্র্যাক প্যান্ট ও টিশার্ট ছিল পরণে। দেহাংশের পাশেই পড়েছিল ভোটার কার্ড। সেটি দেখেই রেল পুলিশ দেহ উদ্ধার করে বালুরঘাটে খবর দেয়। সেখান থেকে জিআরপি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দেহ শনাক্ত করেছে পরিবার। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে।
মৃতের স্ত্রী চন্দনা রুদ্রর দাবি,তিনি রাজনীতি করতেন, তাই এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। তাঁরা তদন্ত চাইছেন।