BJP’s appeal did not survive, Mala-Nurul’s nomination was accepted
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন জানানো হল বিজেপির তরফে। রাজ্যের এক সাংসদ যিনি এবারও কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করছেন, সেই মালা রায়ের মনোনয়ন পত্রে বিস্তর গরমিলের অভিযোগ তুললেন বিজেপির এরাজ্যের শীর্ষনেতা। শুধু মালা রায় একাই নন, বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলামের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে বিজেপির। নির্দিষ্ট সময়ের মধ্যে নো ডিউজ সার্টিফিকেট নির্বাচন কমিশনে জমা করতে পারেননি বসিরহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম, তাঁর প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়েছেন রেখা পাত্র। এদিকে কলকাতা পুরসভায় চেয়ারপার্সন পদে থাকা সত্বেও কিভাবে তিনি লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার মনোনয়ন জমা দিলেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির নেতারা। উল্লেখ্য বিজেপির বিরভূমের প্রার্থী দেবাশিস ধর, নির্দিষ্ট সময়ের মধ্যে নো ডিউ সার্টিফিকেট জমা করতে না পারায় তাঁর মনোনয়ন বাতিল হয়। সেখানে অন্য প্রার্থী দিতে হয় বিজেপিকে। এরই মধ্যে পাল্টা দুই তৃণমূল প্রার্থীর দিকে আঙুল তুলল বিজেপি। যদিও তাঁদের অভিযোগ ধোপে টেকেনি, নির্বাচন কমিশন দুই প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেছেন।