Sourav Ganguly is impressed by Ajay Devgan’s ‘Maidan’
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার দেশ জুড়ে মুক্তি পেয়েছে পরিচালক অমিত শর্মা এবং অভিনীত অজয় দেবগনের ছবি ‘ময়দান’। ইতিমধ্যেই এই ছবি প্রশংসা কুড়িয়েছে।এমনিতেই বলিউডে স্পোর্টস ছবি বলতে খেলোয়াড়দের জীবনকেন্দ্রিক ছবি দেখা যায়। পরিচালক অমিত শর্মা ভারতীয় ফুটবলের স্বর্ণযুগকে ফিরিয়ে এনেছেন বড় পর্দায়।
তব এই ছবি দেখেই উচ্ছ্বসিত খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি। সকলকে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন। শুধু তাই নয়, নিজের এক্স হ্যান্ডেলে অনুরাগীদের উদ্দেশ্যে লেখেন, আপনারা কেউ ‘ময়দান’ সিনেমার অভিজ্ঞতা মিস করবেন না। ভারতের কালজয়ী ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের দুর্ধর্ষ গল্প এর ওপর তৈরি এই সিনেমা। ভারতীয় ফুটবলের তারকাদের ছবি জীবন্ত করে তুলেছে এই ছবি। এটা একটা মাস্ট ওয়াচ ভারতীয় স্পোর্টস ছবি। শুধু সৌরভ নন, ‘ময়দান’ দেখে মুগ্ধ বলিউডের প্রযোজক কর্ণ জোহর, শাহিদ কপূরও।