Mahua Maitra is not going to Delhi due to ED’s summons because of ‘Mahua busy campaigning’
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইডির তলবে বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা ছিল মহুয়া মৈত্রর। কিন্তু তিনি দিল্লি যাচ্ছেন না । কারণ হিসেবে জানালেন, আজ তিনি নিজের কেন্দ্র কৃষ্ণনগরে ভোট প্রচারে ব্যস্ত থাকবেন। সংবাদ মাধ্যমকে জানান, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় প্রচার।
জানা যাচ্ছে, বিদেশী মুদ্রা লেনদেন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের মামলায় তাঁকে তলব করেছে ইডি। ২৮ মার্চ, বৃহস্পতিবার, অর্থাৎ আজ তাঁকে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি যাচ্ছেন না। পাশাপাশি, এই মামলায় জিজ্ঞাসাবাদের স্বার্থে তলব করা হয়েছে দর্শন হীরানন্দানিকেও।
ইডি সূত্রে জানা যাচ্ছে, বিদেশী মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়া মৈত্রের বিরুদ্ধে নন-রেসিডেন্ট এক্সটারনাল অ্যাকাউন্টের লেনদেনের একটি মামলায় মহুয়া ও ব্যবসায়ী দর্শনকে জিজ্ঞাসাবাদ করবে ইডি বলে জানা গেছে। তাই দুজনকেই ডাকা হয়েছিল।