Mahua Maitra filed a case against the ED in the Delhi High Court. But the case was dismissed
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা বিদেশি মুদ্রা লেনদেন আইন(ফেমা লঙ্ঘন) করার অভিযোগের বিষয়ে খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। খবর প্রকাশ করার পিছনে ইডির হাত রয়েছে। এই অভিযোগ তুলে ইডি-র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। কিন্তু সেই মামলা শুক্রবার খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।
সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ ওঠে মহুয়ার বিরুদ্ধে। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করেছেন তিনি, এমনই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তভার পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। বার দুয়েক মহুয়াকে এ বিষয়ে তলবও করেছে ইডি। কিন্তু তৃণমূলনেত্রী তাতে সাড়া দেননি। এবার মহুয়ার পাল্টা অভিযোগ, এই তদন্ত প্রক্রিয়ার অনেক গোপন তথ্য যা বিভ্রান্তিকর, অসত্য যা সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই বিষয়ে ইডি-কে দায়ী করেছেন মহুয়া। ইডি এবং সংবাদমাধ্যম যাতে কোনওরকম গোপন তথ্য প্রকাশ না করে, সেই দাবিতেই উচ্চ আদালতে যান মহুয়া। তবে বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ মহুয়াকে জানান, যেহেতু মহুয়া জনসমক্ষে পরিচিত মুখ, তাই তাঁকে নিয়ে যা প্রকাশিত হবে, সেটাই খবর।