Maharashtra is again at the center of discussion before the Lok Sabha polls
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে ফের আলোচনার কেন্দ্র বিন্দুতে মহারাষ্ট্র। এমনিতে সেখানে নতুন করে কোনো ঝামেলা হয়নি। উদ্ধব ঠাকরের অনুগামীরা নিজের মত করেই লড়াই করছে। কিন্তু বিপাকে পড়েছে একনাথ শিন্দে ও তার অনুগামীরা। বিজেপির হাত ধরে যারা মহারাষ্ট্রে শিবসেনার সরকার ফেলে শিন্দের হাত ধরেছিল। তারা শেষ কয়েক বছর ধরে আশায় আশায় ছিলেন নির্বাচন আসলে হয় নিজের পদোন্নতি হবে নয়ত পরিবারের সদস্যদের। কিন্তু আদতে ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর শিনদে এবং তার অনুগামীরা পড়েছেন মহা ফাঁপরে। তারা সকলেই শিনদেকে বলছেন তাদের প্রার্থী টিকিট দেওয়ার জন্য। কারণ সিটিং এমপি অর্থাৎ নিজের কেন্দ্রে জেতা ৪ সাংসদদেরও বিজেপি টিকিট দেয়নি। এরই মধ্যে সেই চার সাংসদ যদি দল থেকে বেরিয়ে যান বা অন্য দলকে সমর্থন দেয়, তাহলে শিন্দের গুরুত্ব আরো কমে যাবে বিজেপির কাছে। ওদিকে অজিত পাওয়ারও আদা জল খেয়েই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্য লেগে আছে। ফলে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের থেকেও লোকসভা নির্বাচনে অঙ্ক আরো জটিল হয়ে গেছে, তা বলাই যায়।