Mahamedan Sporting Club face Neroca FC in an away match on Sunday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রবিবার মহামেডান স্পোর্টিং ক্লাব অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হচ্ছে নেরোকা এফসির। শিলং-এ তাদের অ্যাওয়ে ম্যাচে নেরোকা এফসি-র মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত সাদা কালো ব্রিগেড। বিকাল 4:30টের সময় ম্যাচ শুরু। লীগ জয়ের দৌড়ে থাকতে এবং আইএসএলে খেলার আশা জিইয়ে রাখতে গেলে এই ম্যাচ জিততেই হবে ডেভিডদের। কলকাতা লীগ জয়কে মুড়ি মুড়কি বানিয়ে ফেললেও শেষ কয়েক দশকে ভারতীয় সার্কিটে মহমেডানের সাফল্য অত্যন্ত কম। আন্দ্রে চেরনিসভের দল এবারে লীগ শীর্ষে রয়েছে, বেশ কয়েক পয়েন্টই এগিয়ে আছে তারা। ফলে।
নেরোকা বধ করলেই লীগ জয়ের আরো কাছাকাছি চলে আসবে রেড রোডের ক্লাব। কারণ দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা শ্রিনিধি ডেকান ও গোকুলম দলের নিজেদের মধ্যে ম্যাচ বাকি আছে। ফলে সেই ম্যাচে যেকোনো এক দল যে পয়েন্ট নষ্ট করবে তা নিশ্চিত। এই অবস্থায় অ্যাওয়ে ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে এসে নিজেদের কাজ সেরে রাখতে চাইছে এডি ফার্নান্দেজ – ডেভিডরা। চার্চিলের বিরুদ্ধে শেষ ম্যাচে জেতায় আত্মবিশ্বাসের মধ্যেই রয়েছে টিম মহমেডান।