Why does Modi only make Hindu Muslims? Why will there be a difference between Hindus and Muslims?” Anwar sat on the railing of Ma Udalpool.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
রবিবার সাতসকালে পার্ক সার্কাসে মা উড়ালপুলে চড়ে বসলো আনোয়ার নামে এক
মানসিক ভারসাম্যহীন যুবক। চিৎকার করে করে বলছে “মোদি শুধু হিন্দু মুসলিম করে কেন?’, । শহরের ব্যস্ততম উড়ালপুলে দীর্ঘক্ষণ সেতুর বিমে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকে। গলায় ঝোলানো ছিল দড়ি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। তার পরেও তাঁকে নামাতে হিমশিম খেতে হয়।
সকলের অজান্তেই ওই যুবক কখন উপরে উঠে বসেছিলেন কেউ জানে না। সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ওই যুবক একটা পতাকা নিয়ে চিৎকার করছে। সেতুর উপর দাঁড়িয়ে তাঁর প্রশ্ন, “মোদি শুধু হিন্দু মুসলিম করে কেন? কেন হিন্দু, মুসলমান বিভেদ হবে?” পার্ক সার্কাসের ৪ নম্বর সেতুর কাছের ঘটনা। সেতুর বিমে দীর্ঘক্ষণ বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকেন ওই যুবক। তোপসিয়া থানার পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকদের তৎপরতায় কয়েক ঘণ্টা পর ওকে উদ্ধার করতে সক্ষম হয়।